দিনের পর দিন অনাহারে কাটাচ্ছে গাজার মানুষ, বাড়ছে মৃত্যু

www.ajkerpatrika.com গাজা প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ১৩:৩৫

জাতিসংঘের খাদ্য সহায়তা কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে, গাজার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ দিনের পর দিন না খেয়ে কাটাচ্ছে। সংস্থাটি আরও বলেছে, পুষ্টিহীনতা দ্রুত বাড়ছে এবং ৯০ হাজার নারী ও শিশুর জরুরি চিকিৎসা প্রয়োজন।


গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা চলতি সপ্তাহে আরও তীব্র হয়েছে। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার আরও ৯টি শিশু অপুষ্টিতে মারা গেছে। এ নিয়ে যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত পুষ্টিহীনতায় মোট মৃত্যুর সংখ্যা ১২২-এ পৌঁছাল।


ইসরায়েল গাজায় সমস্ত সরবরাহের প্রবেশ নিয়ন্ত্রণ করে। তারা দাবি করেছে, সাহায্য প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই। অপুষ্টির জন্য হামাসকেই দায়ী করছে তারা।


গতকাল একজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, গাজায় বিমানযোগে সাহায্য পাঠানোর অনুমতি দেওয়া হতে পারে। যদিও ত্রাণ সংস্থাগুলো এর আগে সতর্ক করেছিল, গাজায় ত্রাণ কার্যকর উপায় এটি নয়। স্থানীয় গণমাধ্যম সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডান এই কার্যক্রম পরিচালনা করবে বলে খবর দিলেও, জর্ডানের ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তাদের সামরিক বাহিনী ইসরায়েলের কাছ থেকে এখনো অনুমতি পায়নি। জাতিসংঘ এই পদক্ষেপকে ইসরায়েলি সরকারের ‘নিষ্ক্রিয়তার প্রতি একটি বিভ্রান্তি’ হিসেবে বর্ণনা করেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও