
খাগড়াছড়িতে ইউপিডিএফ ও জেএসএসের গোলাগুলিতে ৪ জন নিহত
খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলার দুর্গম নাড়াইছড়িতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় চারজন নিহতের খবর দিয়েছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (প্রসিত) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস (সন্তু) সদস্যদের মধ্যে এ গোলাগুলি হয় বলে জানিয়েছেন দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া।
ওসি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিন্ধু কারবারিপাড়া এলাকায় ইউপিডিএফের সামরিক কমান্ডার বিপ্লব চাকমা নেতৃত্বাধীন ৪০-৪৫ জনের একটি দলের মুখোমুখি হয় জেএসএসের সামরিক কমান্ডার জয়দেব চাকমা নেতৃত্বাধীন ৩৫-৪০ জনের আরেকটি দল।
“এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়। এতে ইউপিডিএফ (প্রসিত)-এর সামরিক শাখা ‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস্ লিবারেশন আর্মি’র চার সদস্য নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত হয়েছেন অনেকে।”
তবে নিহতদের নাম-ঠিকানা এখনো জানাতে পারেনি পুলিশ। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।
তবে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা দাবি করেছেন, “এই ধরনের কোনো ঘটনা ঘটেনি।"
- ট্যাগ:
- বাংলাদেশ
- নিহত
- গুলিবিনিময়
- দুই পক্ষের সংঘর্ষ