
অভিবাসীদের দুঃস্বপ্ন ও কয়েকটি ঘটনা
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে তার দ্বিতীয় মেয়াদের ছয় মাস কাটিয়ে দিয়েছেন। এ সময়ের মধ্যে তার প্রশাসন বেশকিছু ফেডারেল প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় লোক ছাঁটাই এবং অভ্যন্তরীণ শুল্কনীতির কারণে আমেরিকানদের সমালোচনার মুখে পড়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অবৈধ অভিবাসীদের আটক এবং যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার কঠোর পদক্ষেপ গ্রহণ করে সামগ্রিকভাবে অভিবাসী কমিউনিটির আতঙ্কের পাত্রে পরিণত হয়েছেন ট্রাম্প। গ্রেফতার ও বহিষ্কার ভীতি বাংলাদেশি অভিবাসীদের মাঝেও আছে। কারণ অভিবাসন নীতি সম্পর্কিত ট্রাম্প প্রশাসনের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, বৈধ অভিবাসীদের যারা অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে গ্রিনকার্ড পেয়েছেন অথবা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেছেন, যদি প্রমাণিত হয় যে, তারা তাদের অ্যাসাইলাম আবেদনে অসত্য তথ্য প্রদান করেছেন এবং তাদের আবেদনের সমর্থনে ভুয়া কাগজপত্র জমা দিয়েছেন, তাহলে তারা বহিষ্কৃত হতে পারেন।
ইমিগ্রেশন আইনজীবীদের মতে, এসবের সঙ্গে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে : যদি কোনো ন্যাচারালাইজ্ড নাগরিক আমেরিকার স্বার্থবিরোধী, ট্রাম্প প্রশাসনের বিরোধী কার্যকলাপ ও ইহুদি বিদ্বেষে তৎপর থাকেন, তাহলে তারা বিপদে পড়তে পারেন। অভিবাসীদের ন্যাচারালাইজ্ড প্রক্রিয়া নতুন করে যাচাই-বাছাই করা হচ্ছে। এতে সামান্য ত্রুটি পাওয়া গেলে নাগরিকত্ব বাতিল প্রক্রিয়া শুরু করবে ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস।
ইমিগ্রেশন আইনজীবীরা প্রেসিডেন্ট ট্রাম্পের এ ধরনের অভিবাসনবিরোধী উদ্যোগকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন বলে বর্ণনা করলেও ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে গ্রিনকার্ডধারী কিছু অভিবাসীকে আটক করার ঘটনা ইতোমধ্যে ঘটেছে। তাদের মতে, ট্রাম্প প্রশাসনের এ মনোভাব ও পদক্ষেপ আমেরিকার সংবিধানে স্বীকৃত মৌলিক নাগরিক অধিকারকে হুমকির মুখে ফেলছে। রাজনৈতিক মতবিরোধের কারণে রাষ্ট্র যদি কোনো নাগরিকের প্রতি প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে, তা কেবল অভিবাসন নীতির ওপরই নয়, গণতন্ত্র ও ন্যায়বিচারের ভিত্তিতে আঘাত করার শামিল। ন্যাচারালইজ্ড সিটিজেনশিপ বাতিল করার পদ্ধতি একটু জটিল ও মন্থর হলেও ট্রাম্পের পক্ষে কোনোকিছু করা অসম্ভব নয় বলে মনে করেন তারা। ১৯৯০ থেকে ২০১৭ সাল পর্যন্ত যেখানে প্রতিবছর গড়ে নাগরিকত্ব বাতিলের মাত্র ১১টি করে মামলা হয়েছে, সেখানে ট্রাম্পের প্রথম মেয়াদের দ্বিতীয় বছর ২০১৮ সালে নাগরিকত্ব বাতিলের মামলা করা হয়েছিল ১,৬০০টি।
তার এবারের অভিবাসন নীতি অতীতের যে কোনো সময়ের প্রশাসন কর্তৃক গৃহীত নীতির চেয়ে কঠোর। সেজন্য বৈধ অভিবাসীরাও নিজেদের নিরাপদ ভাবতে পারছেন না। কারণ যাদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অপরাধ ছাড়াও জাতীয় নিরাপত্তার প্রতি হুমকিমূলক, মানব পাচারে জড়িত থাকা এবং বিভিন্ন দেশে যুদ্ধাপরাধ ঘটানোর মতো অপরাধ সংঘটনের প্রমাণ পাওয়া যাবে, তারা যুক্তরাষ্ট্রের ন্যাচারালাইজ্ড নাগরিক হলেও তাদের বিরুদ্ধে নাগরিকত্ব বাতিলের মামলা করা হবে।
যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীরাও বিপদমুক্ত নন। তারাও উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে কাটাচ্ছেন। তবে খুব বেশিসংখ্যক বাংলাদেশির ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতির বিরূপ প্রভাব পড়বে বলে মনে হয় না। কারণ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা খুব বেশি নয়। ২০২০ সালের এক পরিসংখ্যান অনুযায়ী, বৈধ-অবৈধ মিলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা দুই লাখের কম ছিল। গত সাড়ে পাঁচ বছরে তা বৃদ্ধি পেয়ে দুই লাখের কিছু বেশি হতে পারে। বাংলাদেশি অভিবাসীদের প্রায় অর্ধেকই বাস করেন নিউইয়র্ক সিটিতে। দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশি অভিবাসী বাস করেন ক্যালিফোর্নিয়ায়; যেখানে আনুমানিক ১৪ হাজার বাংলাদেশি আছেন।
তৃতীয় অবস্থানে রয়েছে নিউইয়র্কের প্রতিবেশী অঙ্গরাজ্য নিউ জার্সি; যেখানে প্রায় সাড়ে ১২ হাজার বাংলাদেশি অভিবাসীর বসবাস। নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়া দুটিই জনবহুল অঙ্গরাজ্য এবং উভয় অঙ্গরাজ্যই ঐতিহ্যগতভাবে ডেমোক্রেটিক পার্টি নিয়ন্ত্রিত। ট্রাম্প প্রশাসন এ দুটি অঙ্গরাজ্যে অবৈধ ইমিগ্রান্টদের গ্রেফতার কার্যক্রম জোরদার করার উদ্দেশ্যে বিভিন্ন ইমিগ্রেশন সংস্থার এজেন্ট ছাড়াও ন্যাশনাল গার্ড ও মেরিন সেনাদের নিয়োগ করেছে।
গত ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত ইমিগ্রেশন কর্তৃপক্ষ ৪৩ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেফতার করেছে এবং ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ আরও চারশ’ থেকে পাঁচশ’ বাংলাদেশি অভিবাসীর রেকর্ড যাচাই করছে বলে জানা গেছে। এসব বাংলাদেশি অভিবাসীর অনেকে দীর্ঘদিন থেকে সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও তারা গ্রিনকার্ডধারী বা যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা নন। তাদের অধিকাংশের রাজনৈতিক আশ্রয়ের আবেদন হোমল্যান্ড সিকিউরিটি অথবা ইমিগ্রেশন আদালতে বিভিন্ন পর্যায়ে বিবেচনাধীন রয়েছে। বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে গুরুতর অপরাধ ঘটানোর রেকর্ডও খুব বেশি নেই। তাদের অনেকের বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘন বা ডমেস্টিক ভায়োলেন্সের মামলা থাকলেও সেগুলো ‘গুরুতর অপরাধ’ হিসাবে গণ্য নয়।
- ট্যাগ:
- মতামত
- বাংলাদেশি অভিবাসী
- অভিবাসন নীতি