You have reached your daily news limit

Please log in to continue


অপরাজনীতির কেন্দ্র হিসেবে মসজিদকে ব্যবহার করা হচ্ছে: রাকিব

একটি নির্দিষ্ট গোষ্ঠী মসজিদকে ‘অপরাজনীতির কেন্দ্র’ হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

এসময় মুহাম্মদ (সা.)-এর শানে দরুদ পাঠের মাধ্যমে দোয়া ও মিলাদ মাহফিল শুরু হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা মসজিদকে একটি পবিত্র স্থান মনে করি। কিন্তু একটি গোষ্ঠী রয়েছে, যারা মসজিদকে অপরাজনীতির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। ফজরের পর তারা মসজিদে মিটিং করে, আবার কীভাবে গালাগাল করতে হবে তা দেখাচ্ছে। যারা ইসলামের ধারক-বাহক আছে, আমরা তাদের শ্রদ্ধা করি। কিন্তু কেউ যেন মসজিদকে অপরাজনীতির কেন্দ্র বানাতে না পারে সে ব্যাপারে দৃষ্টি দেওয়া হোক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন