
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে থামেনি গোলাগুলি, নিহত বেড়ে ১৬
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫, ১৬:১৯
সীমান্তবর্তী বিতর্কিত এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো গোলাগুলি চালিয়ে যাচ্ছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সবশেষ পাওয়া খবর পর্যন্ত দুদিনের এই সংঘাতে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে, নিহতদের ১৫ জন থাইল্যান্ডের নাগরিক, একজন কম্বোডীয়। যুদ্ধের মাত্রা ও পরিধি যাতে না বাড়ে সে লক্ষ্যে আজ শুক্রবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, নিহতদের সবাই থাইল্যান্ডের নাগরিক, যাদের মধ্যে ১৪ জনই বেসামরিক। দুদিনের এই সংঘাতে এখন পর্যন্ত আহত হয়েছেন আরও ৪৬ জন। আহতদের মধ্যেও বেশির ভাগ বেসামরিক নাগরিক। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী। হতাহত কমাতে সীমান্তবর্তী এলাকাগুলোর প্রায় দেড় লাখ বাসিন্দাকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তারা নিকটবর্তী তিনশটি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।