
ব্যাটিং সহায়ক উইকেটেই বোঝা গেলো বাংলাদেশের ব্যাটারদের সামর্থ্য
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ২২:৪৫
৭ উইকেট ও ৮ রানের পরাজয়ের পর অবশেষে ৭৪ রানের বড় জয়ে সিরিজ শেষ করলো পাকিস্তান। খালি চোখে এটা সান্ত্বনার জয় আগা সালমান বাহিনীর। শুধু কি সান্ত্বনার জয়? পাকিস্তানিদের জন্য তো আসলে এটা নৈতিক জয়ও বটে।
প্রথম থেকেই তারা বলে আসছে, এ উইকেট টি-টোয়েন্টির জন্য আদর্শ নয়। এশিয়া কাপ আর বিশ্বকাপের আগে কোনো দলের প্রস্তুতির জন্য এই উইকেটে খেলা মোটেই ভাল কিছু নয়। পাকিস্তান হেড কোচ মাইক হেসন প্রথম ম্যাচের পরই এমন মন্তব্য করেছিলেন। পরের ম্যাচে ফাহিম আশরাফের লড়াকু ব্যাটিংয়ের পরও ৮ রানে হারের পর মনে হয়েছে এ উইকেটে টাইগারদের হারানোর ক্ষমতা নেই পাকিস্তানিদের।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট ম্যাচ