
ঘরে সুগন্ধ ছড়াবে যেসব গাছ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ১৮:০৯
ঘরের পরিবেশ সতেজ রাখতে সুগন্ধি মোমবাতি বা ঘ্রাণযুক্ত স্প্রে ব্যবহার করা হয়। তবে প্রাকৃতিকভাবে ঘরে সুগন্ধ ছড়াতে চাইলে গাছের বিকল্প নেই।
এমন কিছু ‘ইনডোর প্ল্যান্ট’ বা গৃহসজ্জার গাছ আছে, যেগুলো শুধু চোখর শান্তিই নয়, মনকেও প্রশান্ত করে এগুলোর স্বভাবজাত ঘ্রাণে।
কিছু গাছ আবার ফুল ফোটায়, আবার কিছু শুধু পাতা থেকেই ছড়ায় দারুণ সুবাস।
যুক্তরাষ্ট্রভিত্তিক গাছ বিপণনকারী প্রতিষ্ঠান ‘নিউপ্ল্যান্টস’-এর প্রতিষ্ঠাতা এবং উদ্ভিদ বিশেষজ্ঞ হানফেই নিইউ রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “ঘরের জন্য উপযোগী কিছু ছোট ও সুগন্ধি গাছ আছে যেগুলো সহজে বাড়ির বাতাসে মিশে যায় এবং এক ধরনের হালকা প্রশান্তি তৈরি করে।”
- ট্যাগ:
- লাইফ
- সুগন্ধি
- সুগন্ধি ব্যবহার