রূপচর্চায় রাখুন জুঁই ফুল, ত্বক হবে উজ্জ্বল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ১৩:৫৫

প্রাচীন রাজপরিবারের ইতিহাস থেকে জানা যায়, জুঁই ফুল ছিল রাজকন্যাদের রূপচর্চার অবিচ্ছেদ্য অঙ্গ। আয়ুর্বেদ মতে, ত্বকে যাই লাগানো হয় তাই ত্বকের খাদ্য। রূপচর্চায় জুঁই ফুলের ব্যবহার আদিকাল থেকেই চলে আসছে।


ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে জুঁই ফুল নানাভাবে ব্যবহার করা হয়। এই ফুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ এবং ভিটামিন ত্বকের জন্য খুবই উপকারী। ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে ফুল। ফুলের ছোঁয়াতেই ত্বক হয়ে ওঠে ফুলের মতো কোমল।


চলুন জেনে নেই জুঁই ফুল দিয়ে কীভাবে রূপচর্চা করবেন সাহায্য করবে-


ত্বককে পুড়ে যাওয়া থেকে রক্ষা করতে


প্রাকৃতিকভাবে ত্বকের দাগছোপ দূর করার কাজে সহায়তা করে জুঁই ফুল। ত্বকে সূর্যের আলো থেকে সানবার্ন হতে পারে, হাতে-পায়ে কালচে দাগ পড়তে পারে। সানবার্ন দূর করতে জুঁই ফুলের নির্যাসের তৈরি লোশন, ক্রিম এবং সিরাম ব্যবহার করতে পারেন। এটি ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। ত্বককে ময়েশ্চারাইজ করে এবং শুষ্কতা দূর করে।


ত্বকের বলি রেখা দূর করতে


জুঁই ফুলের নির্যাসে তৈরি এসেনশিয়াল অয়েল ত্বকের রুক্ষ এবং শুষ্কভাব দূর করতে সাহায্য করে। এটি যে কোনো ধরনের ত্বকের জন্য কার্যকর। সংবেদনশীল ত্বকেও এটি ব্যবহার করা যায়। জুঁইয়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বলি রেখা প্রতিরোধ করে এবং ত্বক সহজে বুড়িয়ে যেতে দেয় না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও