সুরিয়াভানশির ‘গোল্ডেন ডাক’, ৬৪ বলের শতরানে রেকর্ডের পাতায় মাত্রে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ১৩:৩৭

৬৫ ওভারে ৩৫৫ রানের লক্ষ্য এমনিতেই খুব কঠিন। ইনিংসের প্রথম বলেই বৈভাব সুরিয়াভানশি বোল্ড হয়ে যাওয়ায় তা হয়ে উঠল আরও চ্যালেঞ্জিং। কিন্তু আয়ুশ মাত্রে হাল ছাড়ার মাত্র নন। বিধ্বংসী ব্যাটিংয়ে ছুটলেন তিনি রোমাঞ্চকর অভিযানে। তার নাম উঠে গেল রেকর্ড বইয়ে। শেষ পর্যন্ত অবশ্য আবহাওয়ার বাগড়ায় ম্যাচ শেষ হলো ড্রয়ে।


ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ও ভারত অনূর্ধ্ব-১৯ দলের সিরিজের দ্বিতীয় যুব টেস্ট ড্র হওয়ার আগে ব্যাটের ঝলকানি দেখান আয়ুশ মাত্রে। ৮০ বলে ১২০ রানের ইনিংস উপহার দেন ভারতীয় অধিনায়ক। তার ইনিংসে ১৩ চারের সঙ্গে ছক্কা ছিল ছয়টি।


এই ইনিংসের পথে ৬৪ বলে শতরানে পা রাখেন মাত্রে। উইজডেনের তথ্য মতে, আগের রেকর্ড অনেকটা পেছনে ফেলে যুব টেস্টের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি এটি। ৮৮ বলে সেঞ্চুরি করে রেকর্ডটি এতদিন ছিল ইংল্যান্ডের জর্জ বেলের।


ভারতের প্রথম ইনিংসে ৯০ বলে ৮০ রান করেছিলেন মাত্রে। দুই ইনিংস মিলিয়ে তার রান ১৭০ বলে ২০৬। এখানে তিনি ভেঙে দিয়েছেন ব্রেন্ডন ম্যাককালামের দুই যুগ পুরোনো রেকর্ড।


২০০১ সালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে লিঙ্কনে প্রথম ইনিংসে ১৭২ বলে ১৮৬ করেছিলেন সেই সময়ের নিউ জিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ম্যাককালাম, দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৪২ বলে ৪৬। দুই ইনিংস মিলিয়ে তার রান ছিল ২১৪ বলে ২৩২, স্ট্রাইক রেট ১০৮.৪১।


এবার আয়ুশ মাত্রের স্ট্রাইক রেট ১২১.১৭। যুব টেস্টের ইতিহাসে এক ম্যাচে একশর বেশির স্ট্রাইক রেটে দুইশর বেশি রানের কীর্তি স্রেফ এই দুজনেরই।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও