
জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া
দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের অভিজাত এলাকায় একটি জমকালো দোতলা বাড়ি। বাইরে কূটনৈতিক নম্বরপ্লেটযুক্ত চারটি গাড়ি এবং একটি নেমপ্লেটে লেখা ‘গ্র্যান্ড ডুচি অব ওয়েস্টার্কটিকা’ ও ‘এইচইএইচভি জৈন অনারারি কনসাল’—এই বিবরণগুলোই বলে দেয়, এটি একটি দূতাবাস। কিন্তু আসল নয়, ভুয়া। উত্তর প্রদেশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) সম্প্রতি এই ভুয়া দূতাবাসটি চিহ্নিত করেছে। এরপরেই হর্ষবর্ধন জৈন নামের এক ব্যক্তির প্রতারণার বিষয়টি সামনে আসে।
আটক হর্ষবর্ধন জৈনের বিরুদ্ধে বিদেশে চাকরির লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ এবং হাওয়ালার মাধ্যমে অর্থ পাচার ও কূটনৈতিক নথি জাল করার অভিযোগ উঠেছে। এসটিএফ কর্মকর্তারা তাঁর কাছ থেকে কূটনৈতিক নম্বরপ্লেটযুক্ত গাড়ি, ১২টি মাইক্রো নেশনের কূটনৈতিক পাসপোর্ট, পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যাম্পযুক্ত নথি, ৩৪টি দেশের স্ট্যাম্প, নগদ ৪৪ লাখ টাকা, বিদেশি মুদ্রা, ১৮টি কূটনৈতিক নম্বরপ্লেট এবং একটি বিলাসবহুল ঘড়ির সংগ্রহ উদ্ধার করেছেন।
- ট্যাগ:
- জটিল
- প্রতারণা
- প্রতারণার ফাঁদ