
বাংলাদেশের কাছে পাকিস্তানের হার, ক্ষোভে ফুঁসছেন সাবেক ক্রিকেটার
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে ৮ রানে হেরে গেছে পাকিস্তান। ১৩৪ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে তারা এক পর্যায়ে মাত্র ১৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে। টপ অর্ডারের ছয় ব্যাটারই এক অঙ্কে থেমেছেন। এই ব্যাটিং বিপর্যয়ের কড়া সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার বাসিত আলী।
নিজের ভিডিওর শুরুতেই পাকিস্তানের ব্যাটিং স্কোরকে ব্যঙ্গ করে বাসিত বলেন, ‘চলুন একটা ফোন নাম্বার দিই: ৮, ১, ০, ৯, ০, ০, ১৩। না, এটা আমার ফোন নাম্বার না, এটা আমাদের টপ অর্ডারের রান আজকের ম্যাচে। এটাকেই কি তোমরা নতুন ট্যালেন্ট বলো?’
বাংলাদেশের প্রশংসা করতে ভোলেননি তিনি। তিনি বলেন, ‘লজ্জার বিষয় আমাদের ব্যাটাররা ১৩৩ রানও তুলতে পারলো না। কিন্তু কৃতিত্ব দিতে হবে বাংলাদেশকে। ওরা খুব ভালো খেলেছে এবং জয়টা একদম প্রাপ্য ছিল। ওরা ১৩৩ রান যেভাবে ডিফেন্ড করেছে, অসাধারণ ছিল।’
বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করে বাসিত বলেন, ‘হ্যাঁ, বাংলাদেশ আমাদের দেশে এসে ৩-০ তে সিরিজ হেরেছিল। কিন্তু এটা ভিন্ন এক বাংলাদেশ। এখন ওরা টপ ক্লাস ক্রিকেট খেলছে। টুপি খোলা শ্রদ্ধা ওদের জন্য। ওরা আমাদের দলের সামনে আয়না ধরে দিয়েছে।’
- ট্যাগ:
- খেলা
- টি-টোয়েন্টি সিরিজ
- বাংলাদেশের জয়