You have reached your daily news limit

Please log in to continue


দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুরের টিম রাতে ‘পৌঁছাচ্ছে’: সিএমএইচ

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দগ্ধ ও আহতদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে একটি টিম আসার তথ্য দিয়েছে সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচ।

মঙ্গলবার সিএমএইচ এ আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালের কমান্ডেন্ট বিগ্রেডিয়ার জেনারেল এস এম সোলায়মান বলেন, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তার কথা হয়েছে।

“আমাকে জানান হয়েছে আজ রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর থেকে একটা টিম আসবে। দলটি জাতীয় বার্ন ইনস্টিটিউটে থেকে চিকিৎসা কার্যক্রম চালাবে। আর এ কারণে সিএমএইচ থেকে ২ জনকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে।”

সোমবার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান আছড়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ২৮ জন প্রাণ হারিয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৬৮ জন।

ব্রিগেডিয়ার জেনারেল সোলায়মান বলেন, “বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়ার পর রোগী আসবে, এটা জানতে পেরে ১০ মিনিটের মধ্যে আমাদের জরুরি বিভাগ প্রস্তুত হয়ে যায়।

“প্রথমেই আমি ৮টি মৃতদেহ গ্রহণ করি, ঘটনাস্থলেই যাদের মৃত্যু হয়েছে।”

বৈমানিকসহ ১২ জনের মৃতদেহ সরাসরি গ্রহণ করার কথা জানিয়ে তিনি বলেন, পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে দুটি আর আধুনিক মেডিকেল কলেজ থেকে একটা পাওয়া যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন