
চোখের কোন সমস্যায় কোন বিশেষজ্ঞের কাছে যাবেন
চোখে নানা রকমের সমস্যাই দেখা দিতে পারে। সমাধান সম্ভব নানা ধরনের চিকিৎসার মাধ্যমে। তবে সব চক্ষুবিশেষজ্ঞই চোখের যেকোনো সমস্যার সব ধরনের চিকিৎসা দেন না। চোখের চিকিৎসার নানা ভাগ আছে। কোন ধরনের সমস্যা হলে কার কাছে যাবেন, জেনে নেওয়া যাক। কারা চক্ষুবিশেষজ্ঞ, আর কারা নন, সেটিও জেনে রাখা ভালো।
১. অফথ্যালমোলজিস্ট বা চক্ষুবিশেষজ্ঞ: চোখের সব ধরনের রোগ, যেমন চোখে ব্যথা, ঝাপসা দেখা, চোখ লাল হওয়া, ছানি, গ্লুকোমা ইত্যাদির চিকিৎসা করেন। প্রয়োজনে সার্জারিও করতে পারেন। তবে তাঁদের কাজের ক্ষেত্র আলাদা হতে পারে। অফথ্যালমোলজিতে অনেক সাব-স্পেশালিটি আছে; কারণ, চোখ একটি জটিল অঙ্গ।
২. অপটোমেট্রিস্ট: সাধারণত দৃষ্টিশক্তি যাচাই করেন। তবে চোখে গুরুতর সমস্যা থাকলে অফথ্যালমোলজিস্টের কাছে পাঠিয়ে দেন।
৩. অপটিশিয়ান: চশমা বা কন্ট্যাক্ট লেন্স বানানো ও সেসবের ফিটিংয়ের কাজ করেন। তাঁরা চিকিৎসা দেন না।
কখন কার কাছে যাবেন
১. কর্নিয়া ও রিফ্রাকটিভ সার্জারি বিশেষজ্ঞ
কর্নিয়াসংক্রান্ত (চোখের সামনের স্বচ্ছ অংশ) রোগ, যেমন কর্নিয়ার আলসার বা কর্নিয়ার সংক্রমণের ক্ষেত্রে এই সাব-স্পেশালিটিতে দেখাতে হবে। কর্নিয়া প্রতিস্থাপন করার কাজটি তাঁরাই করেন। আরও করেন ল্যাসিক ও অন্যান্য সার্জারি; অর্থাৎ যেসব সমস্যা দৃষ্টিশক্তি বা দেখার ক্ষমতার সঙ্গে যুক্ত (রিফ্রাকটিভ সার্জারি), সেসব সার্জারি করেন তাঁরা।
২. নিউরো-অফথ্যালমোলজিস্ট
চোখ ও স্নায়ুর সংযোগজনিত সমস্যার চিকিৎসা করেন এই বিশেষজ্ঞরা। ডাবল ভিশন (একটি জিনিস দুটি দেখা), চোখের পাতা পড়ে যাওয়া, অপটিক নার্ভের সমস্যা, মস্তিষ্কের টিউমার এবং স্ট্রোকজনিত চোখের সমস্যায় নিউরো-অফথ্যালমোলজিস্ট চিকিৎসা দেন।
৩. পেডিয়াট্রিক অফথ্যালমোলজিস্ট
শিশুদের চোখের সমস্যায় চিকিৎসা দেন তাঁরা। শিশুদের ট্যারা চোখের সমস্যা সমাধানে এই বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- চোখের সমস্যা