হতাহতদের স্মরণে বিএনপির দোয়া, স্বেচ্ছায় রক্তদান

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২২ জুলাই ২০২৫, ১২:৫৯

উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতদের সুস্থতা ও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আহতদের সুচিকিৎসার জন্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করছে দলটি।


মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়াও কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হচ্ছে।


কার্যালয়ের সামনে ঘুরে দেখা যায়, বিভিন্ন জায়গা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রক্তদান কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিচ্ছেন। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এসে রক্ত দিচ্ছেন।


রক্তদান কর্মসূচি সফল করতে যুবদল ১০ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করেছে। টিমের সদস্যরা জানান, এখানে শুধু নেগেটিভ ডোনারদের রক্ত নেওয়া হচ্ছে। আমাদের টিমের কেউ কেউ রক্ত দাতাদের তথ্য সংগ্রহ করছে, আবার কেউ কেউ রক্ত সংগ্রহ করছে। আমরা এগুলো আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দেবো।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও