You have reached your daily news limit

Please log in to continue


বাস্তবেও দারুণ ঘনিষ্ঠ টাইটানিকের জ্যাক ও রোজ

বিশ্ববিখ্যাত ছবি ‘টাইটানিক’। এ ছবির পর্দার জ্যাক ও রোজ শুধু সিনেমায় নয়, বাস্তব জীবনেও গড়ে তুলেছেন এক গভীর বন্ধুত্ব। তারা হলেন কেট উইন্সলেট ও লিওনার্দো ডিক্যাপ্রিও। ১৯৯৭ সালে ‘টাইটানিক’ ছবির শুটিং সেটে প্রথমবার দেখা হয় তাদের। এরপর থেকে এখন পর্যন্ত টানা ২৬ বছর ধরে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পথ চলছেন তারা।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কেট উইন্সলেট জানিয়েছেন, দীর্ঘ এই সময়েও তারা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখেন নিয়মিত।

‘ওর ফোন এলে আমি কখনও তা পরের দিনের জন্য রাখি না’- এই কথার মাধ্যমে কেট তাদের বন্ধুত্বের গভীরতা বুঝিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমাদের মাঝে যেটা আছে তা খুবই তাৎপর্যপূর্ণ। আমার কাছে সে সত্যিই অসাধারণ কিছু।’

এই উক্তিগুলো উঠে এসেছে ‘টাইটানিক: হৃদয়ের গল্প’ নামের একটি তথ্যচিত্রে। সেটি ২০২৩ সালে সিনেমার ৪কে সংস্করণের অতিরিক্ত ডিস্কে যুক্ত করা হয়। এতে কেট ছাড়াও পরিচালক জেমস ক্যামেরন ও আরও অনেকে তাদের স্মৃতিচারণ করেছেন।

‘যে বন্ধন সময়কে ছাপিয়ে যায়, সেই সম্পর্কই প্রকৃত বন্ধুত্ব’ বলেও দাবি করেন কেট। তিনি আরও জানান, ‘এত বছর পেরিয়ে গেলেও আমাদের মধ্যে যে স্মৃতি, যে অনুভব তা কখনও মুছে যায়নি।’

তাদের এই বন্ধুত্ব এতটাই দৃঢ় ছিল যে, ২০১২ সালে কেট উইন্সলেট বিয়ে করার সময় লিওনার্দো নিজ হাতে তাকে বিয়ের মঞ্চে নিয়ে যান। কেটের স্বামী এডওয়ার্ড অ্যাবেল স্মিথ হচ্ছেন বিখ্যাত শিল্পপতি রিচার্ড ব্রানসনের ভাগ্নে। এই বিয়ের অনুষ্ঠানটি ছিল অত্যন্ত ব্যক্তিগত, যেখানে খুব অল্প সংখ্যক ঘনিষ্ঠ অতিথি উপস্থিত ছিলেন।

কেট উইন্সলেট ও লিওনার্দো ডিক্যাপ্রিওর এই বন্ধুত্ব আজকের যুগে এক বিরল দৃষ্টান্ত। পর্দায় তাদের প্রেমের গল্প যতটা আবেগঘন ছিল, বাস্তব জীবনেও তাদের পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা ঠিক ততটাই অনন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন