You have reached your daily news limit

Please log in to continue


উচ্চকক্ষের নিয়ন্ত্রণ হারাল জাপানের ক্ষমতাসীন জোট, কট্টর ডানপন্থি দলের অগ্রগতি

জাপানের ক্ষমতাসীন জোট নির্বাচনের ফলাফলে পার্লামেন্টের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে। বড় ধরনের অগ্রগতি ঘটেছে একটি কট্টর ডানপন্থি জনতুষ্টিবাদী দলের যারা বিদেশিদের ‘নীরব আগ্রাসন’ এর বিষয়ে সতর্ক করে আসছে।

রোববারের নির্বাচনে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার ক্ষমতাসীন জোট উচ্চকক্ষ হাউজ অব কাউন্সিলরসের ২৪৮টি আসনের মধ্যে ৪৭টিতে জয় পেয়েছে। উচ্চকক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রয়োজনীয় ৫০টি আসন থেকে তিনটি কম থাকায় বেকায়দায় পড়েছে তারা।

প্রতি তিন বছরে হাউজ অব কাউন্সিলরসের অর্ধেক আসনে নির্বাচন হয়। এবারও এই কক্ষের মোট আসনের অর্ধেক, অর্থ্যাৎ ১২৪টি আসনে ভোট হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নির্বাচনের এই ফলের পর উচ্চকক্ষে ইশিবার লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জোট শরিক কোমিতোর মোট আসন দাঁড়িয়েছে ১২২টি।

নির্বাচনের এই ফলে প্রধানমন্ত্রী ইশিবার সংখ্যালঘু সরকারের পতন হয়তো হবে না, কিন্তু সরকারপ্রধানের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করবে। ইশিবা গত অক্টোবরেই পার্লামেন্টের প্রভাবশালী নিম্নকক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।

এমন ফলের কারণে এশিয়ার অন্যতম প্রভাবশালী অর্থনীতির দেশটি এমন এক সময়ে রাজনৈতিক অস্থিরতায় পড়তে যাচ্ছে যখন যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক কার্যকরের সময় দ্রুত ঘনিয়ে আসছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন