২০২৫ সালের আষাঢ় মাসে দেশের বিভিন্ন স্থানে গত বছরের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। ফেনীতে শুধু একদিনে যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, তা মাসজুড়ে হওয়া ঢাকার চেয়ে বেশি। আর জেলা হিসেবে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সমুদ্রকোলের জেলা কক্সবাজারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার আষাঢ়জুড়ে দেশে মোট বৃষ্টিপাত হয়েছে প্রায় ৩০ হাজার ৩৯০ মিলিমিটার, যা গত বছরের তুলনায় প্রায় তিন হাজার মিলিমিটার বেশি। ২০২৪ সালে আষাঢ়ে মোট বৃষ্টিপাত ছিল প্রায় ২৭ হাজার ৩৩০ মিলিমিটার।
সারাদেশে বাড়লেও ঢাকায় অবশ্য কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। এ বছর আষাঢ়জুড়ে রাজধানীতে বৃষ্টি হয়েছে ৩২২ মিলিমিটার, যেখানে গত বছর হয়েছিল ৪৪২ মিলিমিটার। একদিনে সর্বোচ্চ বৃষ্টি ছিল ৮ জুলাই, ৭৭ মিলিমিটার। অথচ গত বছরের একই সময়ে (১২ জুলাই) একদিনে বৃষ্টি হয়েছিল ১৩১ মিলিমিটার।