অ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
সেরা ফিচার
আল্ট্রা থিন আইফোন ১৭ এয়ার: ২০২৫ সালের সবচেয়ে আলোচিত গুঞ্জন হলো আইফোন ১৭ এয়ার। এটি গত কয়েক বছরের মধ্যে আইফোনের প্রথম সত্যিকারের নতুন ডিজাইন হতে চলেছে। স্যামসাংয়ের সুপার থিন গ্যালাক্সি এস ২৫ এজ যারা ব্যবহার করেছেন, তাঁরা বলেন, এমন হালকা ওজনের স্মার্টফোন হাতে রাখাটা বেশ আরামদায়ক।
কমলা রং: গুঞ্জন রয়েছে, আইফোন ১৭ প্রো একটি কমলা-সদৃশ শেডে আসবে। এটি সম্ভবত কিছুটা ম্লান এবং তামাটে রঙের হবে। এরপরও অনন্য এবং আকর্ষণীয় হবে বলেই মনে হয়।
২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা: উন্নত সেলফি এবং ফেসটাইম ভিডিওর মান নিয়ে অভিযোগ করার মতো কিছুই নেই। ২৪ মেগাপিক্সেল ক্যামেরা আইফোন ১৭ মডেলের অন্য ফোনেও থাকতে পারে এমন গুঞ্জন রয়েছে।