এ সপ্তাহেই রাশিয়ার সঙ্গে আলোচনা চায় ইউক্রেন

www.ajkerpatrika.com প্রকাশিত: ২০ জুলাই ২০২৫, ০৯:৫১

ইউক্রেন আগামী সপ্তাহে রাশিয়ার সঙ্গে নতুন করে শান্তি আলোচনায় বসতে চায়। গত মাসে আলোচনা ভেস্তে যাওয়ার পর ইউক্রেনের পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত এই তথ্য নিশ্চিত করেন।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও ভাষণে জেলেনস্কি জানান, ইউক্রেনের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব রুস্তেম উমেরভ এ সপ্তাহে রাশিয়ান মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছেন।


জেলেনস্কি বলেন, ‘যুদ্ধবিরতি অর্জনের জন্য সবকিছু করা উচিত। রাশিয়ার পক্ষ যেন সিদ্ধান্ত নেওয়া থেকে আর পিছু না হটে।’ ইউক্রেনের এই নেতা আবারও পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে বলেন, ‘দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য নেতৃত্বের পর্যায়ে একটি বৈঠকের প্রয়োজন।’


তবে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও