হঠাৎ প্রেশার কমে গেলে যা করবেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ২১:০৪

বসা থেকে হঠাৎ উঠে দাঁড়ালো কি আপনার মাথা ঘুরে ওঠে? বা হঠাৎ করেই হাত-পায়ের আঙুল ঠান্ডা হয়ে যায়? এধরনের লক্ষণ দেখা দিলে মোটেও ফেলাফেলা করবেন না। এটি নিম্ন রক্তচাপের কারণে হতে পারে।


রক্তচাপ বা ব্লাড প্রেশার আমাদের শরীরের জন্য একটা অদৃশ্য গার্ডের মতো কাজ করে। এটা বেশি বেড়ে গেলে যেমন স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো ভয়ঙ্কর সমস্যা দেখা দিতে পারে, তেমনি কমে গেলেও শরীরে নানা জটিলতা তৈরি হয়। তাই রক্তচাপ সবসময় স্বাভাবিক মাত্রায় রাখাটা খুবই জরুরি।


স্বাভাবিক রক্তচাপ ধরা হয় ১২০/৮০ এমএম এইচজি-কে। কিন্তু যদি কখনো রক্তচাপ ৯০/৬০ এমএম এইচজি-এর নিচে নেমে যায়, তখন তাকে নিম্ন রক্তচাপ (লো ব্লাড প্রেশার) বা হাইপোটেনশন বলে। এই অবস্থায় শরীরে নানা অস্বস্তি দেখা দেয়।


প্রথমেই নিম্ন রক্তচাপের লক্ষণগুলো জেনে নিন


১. চোখে ঝাপসা দেখা


২. সারাক্ষণ ক্লান্তি ও দুর্বল লাগা


৩. মাথা ঘোরা বা অস্থির বোধ করা


৪. মনোযোগ দিতে সমস্যা হওয়া


৫. বমি বমি ভাব বা বমি হওয়া


এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, নাহলে পরিস্থিতি খারাপ হতে পারে। তবে যারা ইতোমধ্যে জানেন যে তাদের মাঝে মাঝে রক্তচাপ কমে যাওয়ার ধাঁচ আছে, তারা এসময় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য কিছু ঘরোয়া উপায় মনে রাখবেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও