You have reached your daily news limit

Please log in to continue


ইরানে ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে ধর্ষণের দায়ে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ শনিবার এই সাজা কার্যকর হয়। দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।

ইরানের বিচার বিভাগের সংবাদভিত্তিক ওয়েবসাইট মিজান অনলাইনের খবরে স্থানীয় বিচার বিভাগের প্রধান হেইদার আসিয়াবিকে উদ্ধৃত করে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলীয় গোরগান শহরের কারাগারে আজ সকালে ধর্ষণের দায়ে দণ্ডিত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ইরানে হত্যা ও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠনের তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে প্রথম অবস্থানে চীন। এরপরেই ইরান।

ইরানে সাধারণত সকালের দিকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বেশির ভাগ ক্ষেত্রে এই মৃত্যুদণ্ড কারাগারে কার্যকর করা হয়। তবে চলতি মাসের শুরুতে দেশটির উত্তর–পশ্চিমাঞ্চলে জনসমক্ষে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়। এক কন্যাশিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে ওই ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছিলেন। ধর্ষণের ওই ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন