You have reached your daily news limit

Please log in to continue


পরিবহন চাঁদাবাজি ও বাজার তদারকির দুর্বলতা পণ্যের মূল্য বৃদ্ধির কারণ

কৃত্রিম সংকট, নিম্নমানের পণ্য, পরিবহনে চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতা, পণ্য আমদানি প্রক্রিয়ার জটিলতা, স্টোরেজ সুবিধার অপ্রতুলতা এবং পণ্য ব্যবস্থাপনায় প্রতিযোগিতার স্বল্পতার কারণে স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পায়। 

শনিবার (১৯ জুলাই) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) উদ্যোগে আয়োজিত ‘কার্যকর বাজার তদারকির মাধ্যমে ভোক্তা ও ব্যবসায়ের স্বার্থ সুরক্ষা’ বিষয়ক অংশীজন সংলাপে বক্তরা এসব কথা বলেন।

বক্তারা বলেন, দেশে পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর বাজার তদারকির অভাব, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, চাঁদাবাজি, নিরাপত্তাহীনতা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি বাজার অস্থিরতার মূল কারণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদন) প্রফেসর ড. মোহাম্মদ শোয়েব, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো. আখতারুজ্জামান তালুকদার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

ডিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব এইচ চৌধুরী স্বাগত বক্তব্যে বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ভোক্তা ও সৎ ব্যবসায়ীদের জন্য বড় চ্যালেঞ্জ। কৃত্রিম সংকট, নিম্নমানের পণ্য, আমদানি প্রক্রিয়ার জটিলতা, প্রতিযোগিতার অভাব এবং প্রশাসনিক দুর্বলতা বাজার ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি করছে। তিনি একটি সমন্বিত, জবাবদিহিতাপূর্ণ ও কার্যকর বাজার তদারকির কাঠামো গঠনের আহ্বান জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন