অভিনেত্রী প্রসূন আজাদের বাবা নিখোঁজ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ১৭:১৪

অভিনেত্রী প্রসূন আজাদের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজাদ হোসেনের খোঁজ মিলছে না।


শুক্রবার থেকে বাবা নিখোঁজ রয়েছেন বলে গ্লিটজকে জানিয়েছেন প্রসূন।


তিনি বলেন, “আমার বাবাকে খুঁজে পাচ্ছি না। আমি রাস্তায় রাস্তায় ঘুরছি। আপনারা সহযোগিতা করুন।


“ফেইসবুকে বা বিভিন্ন গ্রুপে আমার বাবার ছবিটা দিয়ে কেউ দেখেছেন কি না- এই খোঁজটা নিয়ে দেন। আমরা শাহজাহানপুর থানায় জিডি করেছি, কী হবে বুঝতে পারছি না।”


শনিবার সকালে ফেইসবুকে বাবার কিছু ছবি জুড়ে দিয়ে প্রসূন লিখেছেন, “আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গতকাল (শুক্রবার) বিকেল চারটা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মুঠোফোনও সঙ্গে নেয়নি।”


আরেক পোস্টে তিনি লিখেছেন, “মালিবাগের আশেপাশে যারা থাকেন সম্ভব হলে আপনার এলাকার হসপিটালে খোঁজ করবেন? আমি থানায় আছি। আমার আব্বু ইনসুলিন নিয়ে বের হয় নাই।”


শাহজাহানপুর থানার ওসি জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেছেন, “এই ঘটনায় একটি জিডি হয়েছে। প্রসূন আজাদের মা আজ জিডি করেছেন। আমরা ইতিমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছি।”


প্রসূন আজাদের মা ও বাবা দুজনই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও