You have reached your daily news limit

Please log in to continue


চিকিৎসার অভাবে মারা গেছেন জনপ্রিয় এ অভিনেতা

ভারতীয় চলচ্চিত্রের সুপরিচিত মুখ অভিনেতা ফিশ ভেঙ্কট আর নেই। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভার জটিলতায় ভুগে গতকাল শুক্রবার সন্ধ্যায় হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। স্থানীয় তেলেগু গণমাধ্যম, হিন্দু ও হিন্দুস্তান টাইমস তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তাদের সংবাদ অনুযায়ী, দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় যথাযথ চিকিৎসা পাননি একসময়ের ব্যস্ত এ অভিনেতা। বরং চিকিৎসার আর্থিক সহায়তায় প্রতারণার শিকার হয়েছে পরিবার।

প্রকৃত নাম ভেঙ্কট রাজ হলেও চলচ্চিত্রপ্রেমীরা তাঁকে ‘ফিশ ভেঙ্কট’ নামেই চিনতেন। স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন তিনি। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে।

অনেক দিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা। কয়েক সপ্তাহ আগে ফিশ ভেঙ্কটের শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে যায়। চিকিৎসকেরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। এ জন্য প্রয়োজন হয় প্রায় ৫০ লাখ রুপি। ভেঙ্কটের মেয়ে শ্রাবন্তী এক ভিডিও বার্তায় জনসাধারণের কাছে আর্থিক সহায়তার আবেদন জানান। তিনি বলেন, ‘ড্যাডি একদম ভালো নেই। খুবই সিরিয়াস অবস্থায় আইসিইউতে আছেন। কিডনি ট্রান্সপ্ল্যান্ট জরুরি। প্রায় ৫০ লাখ রুপি লাগবে।’

এ সময় শ্রাবন্তী দাবি করেন, জনপ্রিয় তেলেগু অভিনেতা প্রভাসের এক সহকারী ফোন করে জানিয়েছেন, ভেঙ্কটের কিডনি প্রতিস্থাপনের ব্যয় তিনি বহন করবেন। সেই সহকারী অনুরোধ করেছিলেন, প্রতিস্থাপনের দিন যেন জানানো হয়।

তবে কয়েক দিন পর ভেঙ্কট পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রভাসের পক্ষ থেকে এমন কোনো সহায়তা তারা পায়নি। বরং প্রতারণার শিকার হয়েছেন। সুমন টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভেঙ্কটের এক আত্মীয় বলেন, ‘এমন কিছু ঘটেনি। কেউ একজন প্রভাস আন্নার সহকারী সেজে ফোন করেছিলেন। পরে জানতে পারি, সেটি ভুয়া। প্রভাস জানেনই না, এমন কিছু ঘটছে। এখন পর্যন্ত আমরা কারও কাছ থেকে সাহায্য পাইনি, বরং আমরা প্রতারণার শিকার হয়েছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন