স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগ্নেয়াস্ত্রের ডিজিটাল ব্যবস্থাপনা গড়ে তোলার কাজ শেষ না করেই প্রায় ৭ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন শীর্ষ কর্মকর্তার মদদে এই দুর্নীতি হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এটিসহ অন্য কিছু বিষয় তদন্তে কমিটি গঠন করা হলেও এর কাজ থেমে আছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগ্নেয়াস্ত্রের স্মার্ট লাইসেন্স তৈরি, অস্ত্রের সঠিক হিসাব রাখাসহ এর ব্যবস্থাপনা সহজ করতে ডিজিটাল আর্মস ম্যানেজমেন্ট সিস্টেম (ডিএএমএস) চালুর কাজ হাতে নেয় আওয়ামী লীগ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের তৎকালীন সচিব মোস্তফা কামাল উদ্দীন এসজেট এন্টারপ্রাইজ নামের একটি অদক্ষ প্রতিষ্ঠানকে এ কাজ দেন। প্রতিষ্ঠানটি সামান্য কাজ করেই পুরো বিল ৬ কোটি ৯৬ লাখ ৪১ হাজার ৪১০ টাকা তুলে নেয়। এই আংশিক কাজ রক্ষণাবেক্ষণের জন্য আবার সলিউশন ওয়ার্ল্ড লিমিটেড ও সফট বিডি নামের দুটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আওয়ামী লীগ সরকারের অন্যতম প্রভাবশালী সচিব মোস্তফা কামাল উদ্দীন নিজেই এসজেট এন্টারপ্রাইজের মালিক ছিলেন। তাঁর এক নিকটাত্মীয় প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। সাবেক এই সচিবের নামে একাধিক মামলা থাকায় গত বছরের অক্টোবরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
আগ্নেয়াস্ত্রের নজরদারিতে বিঘ্ন
রাজনৈতিক পট পরিবর্তনের পর অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সরকারের আমলে (২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত) বেসামরিক ব্যক্তিদের নামে বরাদ্দ করা সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে। এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়। কিন্তু এখন পর্যন্ত অনেকেই তা মানেননি। কিন্তু সব মিলিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ের পরও ডিজিটাল আর্মস ম্যানেজমেন্ট ব্যবস্থাটি চালু না থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ ধরনের তথ্য পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।