জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার তার সাবেক ম্যানেজার স্কুটার ব্রনের কাছ থেকে নেওয়া প্রায় ৩১ মিলিয়ন মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭৬ কোটি ১৯ লাখ টাকা) ঋণ এখনো পরিশোধ করেননি। বর্তমানে স্ত্রী হেইলি বিবারের আয়েই চলছেন তিনি।
টিএমজেডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই দেনা মেটাতে বিবার এখন হেইলির কসমেটিক ব্র্যান্ড ‘রোড’-এর সাম্প্রতিক বিলিয়ন ডলারের চুক্তির অর্থের দিকেই তাকিয়ে আছেন।
২০২২ সালে এক বিরল স্নায়বিক রোগে আক্রান্ত হন বিবার। সেই সময় ‘জাস্টিস ট্যুর’সহ সব সংগীত পরিবেশনা বাতিল করতে বাধ্য হন তিনি, ফলে প্রায় ২৬ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েন। তখন স্কুটার ব্রন তার কোম্পানির মাধ্যমে এই অর্থ ঋণ দেন বিবারকে।
এর বাইরে আরও ১১ মিলিয়ন ডলার কমিশনের পাওনা ছিল স্কুটারের, যার অর্ধেক পরিশোধে সম্মত হয়েছেন বিবার। অতিরিক্ত ৮ মিলিয়ন ডলারের একটি কমিশন দাবিও শেষমেশ মাফ করে দেন ব্রন। সব মিলিয়ে বিবারকে প্রায় ৩১.৫ মিলিয়ন ডলার পরিশোধ করতে হবে।