
জুলাইয়ের মধ্যে জুলাই সনদ না হলে সরকার ও ঐকমত্য কমিশন দায়ী থাকবে: সালাহউদ্দিন
চলতি জুলাই মাসের মধ্যে জুলাই সনদ প্রণীত না হলে, এর জন্য ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ শুক্রবার রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন বলেন, 'রক্তঝরা এই জুলাইতে আমার শুধু মনে পড়ছে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের স্বাধীনতায় সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আর কত রক্ত দিতে হবে। আমাদের শপথ হবে এই রক্তস্নাত শহীদের রক্ত স্নাতক বাংলাদেশে ফ্যাসিবাদের কোন ঠাঁই নাই।'
তিনি বলেন, 'যারা নতুন করে ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন দেখা ভালো। যারা জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় সেটা নিশ্চিত করার জন্য আমাদের এই অতীত সংগ্রাম। কিন্তু মনে রাখতে হবে কেউ যদি বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিয়ে নির্বাচনকে অনিশ্চিত করে এবং নির্বাচন না করে রাষ্ট্রক্ষমতায় থাকতে চায় অথবা বিভিন্ন রকমের ঘোলা পানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করতে চায়, তাদের উদ্দেশ্য ফ্যাসিবাদের দোসররা যেন আবার পুনর্বাসিত হয়।'
'আমরা লক্ষ্য করছি যারা গণতান্ত্রিক আন্দোলন ঐক্যবদ্ধ হয়েছিল, তাদের মধ্যে বিভক্ত সৃষ্টির বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে। আজকের এই বাংলাদেশে আমাদের গতিপথ নির্ধারিত হবে জনগণকে সঙ্গে নিয়ে,' বলেন তিনি।