You have reached your daily news limit

Please log in to continue


শিশুর অস্বাভাবিক শারীরিক ভাষা

কোনো কোনো শিশু বারবার কাঁধ ঝাঁকানো, চোখ টেপা বা পিটপিট করা কিংবা বারবার গলা খাঁকারি দেওয়ার মতো অস্বাভাবিক কিছু কাজ করে। এগুলো কি তার বদভ্যাস, নাকি কোনো মানসিক সমস্যা?

চিকিৎসাবিজ্ঞানে অনেক সময় এগুলোকে বলা হয় টিক ডিজঅর্ডার (Tic Disorder)। এটি একটি স্নায়ুবিক বিকাশজনিত অবস্থা, যা মূলত শৈশবেই প্রকাশ পায়।

টিক ডিজঅর্ডার কী?

টিক হলো অনিচ্ছাকৃত, হঠাৎ ঘটে যাওয়া এবং পুনরাবৃত্তিমূলক শরীরী ভাষা বা শব্দ। টিক দুই ধরনের হতে পারে:

মোটর টিক: চোখ টেপা, মাথা নাড়ানো, কাঁধ ঝাঁকানো, মুখ বাঁকানো ইত্যাদি।

ভোকাল টিক: গলা খাঁকারি দেওয়া, হাঁচির মতো শব্দ ও অপ্রাসঙ্গিক শব্দ বের করা ইত্যাদি।

অনেক সময় এগুলো কয়েক মাস পর আপনা–আপনিই চলে যায়। তবে যদি একটি টিক এক বছরের বেশি সময় ধরে থাকে, তাকে ক্রনিক টিক ডিজঅর্ডার বলে। আর যদি একসঙ্গে মোটর ও ভোকাল টিক উভয়ই এক বছরের বেশি স্থায়ী হয়, তখন একে বলা হয় টোরেট সিনড্রোম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন