
আজ কলকাতায় মুক্তি পাচ্ছে জয়া আহসানের 'ডিয়ার মা'
বাংলাদেশ ও ভারতীয় বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনয়শিল্পী জয়া আহসানের জন্য আজকের দিনটি বিশেষ। কেননা, আজ ১৮ জুলাই কলকাতায় মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা 'ডিয়ার মা'।
'ডিয়ার মা' পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। জয়া আহসানের বিপরীতে অভিনয় করেছেন চন্দন রায় স্যানাল।
'ডিয়ার মা' মূলত মা ও মেয়ের গল্প। সম্পর্কের গল্প।
জয়া আহসান বলেন, 'সত্যিই আজকের দিনটি আমার জন্য বিশেষ। আজ "ডিয়ার মা"মুক্তি পাচ্ছে। দর্শকদের প্রতি আমার ভালোবাসা। দর্শকরা "ডিয়ার মা" ভালোভাবে গ্রহণ করলে পরিশ্রম সার্থক হবে।'
'এই সিনেমায় আমরা যারা অভিনয় করেছি, পর্দার পেছনে যারা কাজ করেছেন, সবাই দারুণ কাজ করেছেন। পুরো টিম ভালো করেছে। সবাই মিলেই ডিয়ার মা', যোগ করেন তিনি।
পরিচালকের বিষয়ে তিনি বলেন, 'অনিরুদ্ধ রায় চৌধুরী ভীষণ ভালো একজন নির্মাতা। পুরো মেধা ঢেলে দিয়েছেন। আমাকে এমন একটি চরিত্র দেওয়ার জন্য তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা।'
জয়া আহসান বলেন, 'এবার মায়ের চরিত্রে অভিনয় করেছি। কতটুকু করেছি তা দর্শকরা বলবেন। আমি বলব, চমৎকার একটি গল্পে কাজ করেছি। আরও বলতে চাই, মায়ের চরিত্রে দর্শকরা আমাকে দেখবেন। এমন চরিত্রে প্রথমবার কাজ করেছি।'
'ডিয়ার মা' কোন ধরনের দর্শকের সিনেমা, এ প্রশ্নের জবাবে জয়া বলেন, 'সব শ্রেণীর দর্শকের সিনেমা ডিয়ার মা। পরিবার নিয়ে দেখার মতো সিনেমা। সবাইকে স্পর্শ করবে সিনেমাটি।'
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমা মুক্তি
- জয়া আহসান