শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের ‘জটিল শর্ত’, কতটা প্রস্তুত বাংলাদেশ?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ১৬:০৬

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানো নিয়ে বেশ অস্বস্তিতে রয়েছে বাংলাদেশ। বাণিজ্যের বাইরেও রয়েছে কঠিন সব শর্ত। জটিল সেসব শর্তের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বেগ পেতে হচ্ছে বাংলাদেশকে। ঠিক কী সেসব শর্ত- তা প্রকাশ করছে না সরকার। তবে বৈঠক সূত্রে কিছু বিষয়ে মিলেছে আভাস।


ট্রাম্পের পাল্টা শুল্কের হার ৩৫ শতাংশ থেকে আরও কমানো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরেক দফা আলোচনা করবে বাংলাদেশ। ওই আলোচনার প্রস্তুতি হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করছে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে বৈঠক হয়েছে দেশের অর্থনীতিবিদ, গবেষক ও ব্যবসায়ীদের সঙ্গে। সবার মতামত নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।


প্রস্তুতি হিসেবে বুধবার (১৬ জুলাই) একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। অর্থ, কৃষি, খাদ্য, পরিবেশ, জ্বালানিসহ ১১ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখানে। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিনিধি ছিলেন ওই বৈঠকে। এখন থেকে প্রায় প্রতিদিনই এমন আন্তঃবৈঠক চলবে। যেখান থেকেই বাংলাদেশের কাছে চাওয়া যুক্তরাষ্ট্রের সুবিধা ও তাদের দেওয়া শর্ত কতটুকু মানা সম্ভব তা নির্ধারণ করবেন যুক্তরাষ্ট্রে যাওয়া বাণিজ্য প্রতিনিধিরা। এরপর বেশি স্পর্শকাতর বিষয়গুলোর বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যদের পরামর্শ নেওয়া হবে বলে জানা যায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও