এনসিপির পদযাত্রা আজ যাবে ফরিদপুর, সর্বোচ্চ সতর্ক পুলিশ

ডেইলি স্টার ফরিদপুর জেলা প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ১১:২৪

দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রার অংশ হিসেবে দলটি আজ যাবে ফরিদপুর। গতকাল গোপালগঞ্জে দলটির পদযাত্রা ঘিরে সৃষ্ট সহিংস পরিস্থিতি মাথায় রেখে ফরিদপুরে কঠোর নিরাপত্তা নিশ্চিতের প্রচেষ্টায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


এনসিপির স্থানীয় নেতারা জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল ১০টায় ফরিদপুরে এনসিপির সমাবেশ হওয়ার কথা থাকলেও, গতকালের ঘটনার কারণে সময়সূচি পরিবর্তন করে দুপুর সাড়ে ১২টায় সমাবেশ শুরু করা হবে।


পূর্বের পরিকল্পনা ছিল, এনসিপির কেন্দ্রীয় নেতারা বুধবার সন্ধ্যার মধ্যে গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে পদযাত্রা ও সমাবেশ শেষ করে রাতে ফরিদপুরে অবস্থান করবেন। তবে, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনার পর তারা খুলনায় চলে যান এবং আজ সকালে ফরিদপুরের উদ্দেশে যাবেন।


স্থানীয় এনসিপি নেতারা জানিয়েছেন, ফরিদপুর সদরে পৌঁছানোর আগে দলটির কেন্দ্রীয় নেতারা মধুখালী উপজেলায় বিরতি নেবেন এবং সেখানে ছোট সমাবেশ করবেন।


ফরিদপুরে এনসিপির সমাবেশ হবে শহরের জনতা ব্যাংক মোড়ে। আজ সকাল সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, মঞ্চ প্রস্তুতির জন্য শেষ সময়ের কাজ চলছে। গণমাধ্যমকর্মীরা ইতোমধ্যেই সেখানে সমবেত হয়েছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও