মহাত্মা গান্ধীর দুর্লভ তৈলচিত্র বিক্রি হলো ২ লাখ ডলারে

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ১৯:৪৮

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর একটি দুর্লভ অয়েল পোর্ট্রেট বা তৈলচিত্র লন্ডনে নিলামে বিক্রি হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮০০ পাউন্ডে বা ২ লাখ ৪ হাজার ৬৪৮ মার্কিন ডলারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


প্রতিবেদনে বলা হয়েছে, এই পোর্ট্রেটটির জন্য ৫০ হাজার থেকে ৭০ হাজার পাউন্ড পর্যন্ত দাম উঠতে পারে বলে অনুমান করেছিল নিলামঘর বনহ্যামস। কিন্তু সেটি প্রত্যাশার অনেক বেশি দামে বিক্রি হয়েছে। এটি ১৯৩১ সালে ব্রিটিশ শিল্পী ক্লেয়ার লেইটন আঁকেন। মহাত্মা গান্ধী তখন লন্ডন সফরে গিয়েছিলেন।


বনহ্যামস জানিয়েছে, এটি সম্ভবত একমাত্র অয়েল পেইন্টিং বা তৈলচিত্র যার জন্য মহাত্মা গান্ধী নিজে চিত্রকরের সামনে বসেছিলেন। এই পোর্ট্রেটটি আঁকা হয়েছিল ১৯৩১ সালে দ্বিতীয় রাউন্ড টেবিল কনফারেন্স উপলক্ষে। সে সময় গান্ধী ভারতীয়দের স্বায়ত্তশাসনের দাবি নিয়ে আলোচনা করতে লন্ডন গিয়েছিলেন।


বনহ্যামস আরও জানিয়েছে, এই তৈলচিত্রটির চিত্রকর ক্লেয়ার লেইটন ছিলেন সেই অল্প কয়েকজন শিল্পীর একজন, যিনি গান্ধীর কার্যালয়ে প্রবেশের অনুমতি পেয়েছিলেন এবং একাধিকবার গান্ধীর সঙ্গে বসে তাঁর ছবি আঁকার সুযোগ পান। ১৯৮৯ সালে লেইটনের মৃত্যুর পর থেকেই এই চিত্রকর্মটি তাঁর পরিবারে উত্তরাধিকার সূত্রে সংরক্ষিত ছিল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও