You have reached your daily news limit

Please log in to continue


লজ্জার হারের পর কিংবদন্তিদের নিয়ে ওয়েস্ট ইন্ডিজের জরুরি সভা

কিংস্টনে দিবারাত্রির টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এতে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় ক্যারিবীয়রা।

৭০ বছরের ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউটের লজ্জাজনক ঘটনার জেরে জরুরি সভা ডেকেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। ক্রিকেট স্ট্র্যাটেজি কমিটির সঙ্গে বোর্ডের এই বৈঠকে মতামতের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কিংবদন্তি তিন ব্যাটসম্যান- ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস ও ব্রায়ান লারাকে।

এক বিবৃতিতে বোর্ড সভাপতি ড. কিশোর শ্যালো বলেন, ‘তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে আমি ক্রিকেট স্ট্র্যাটেজি অ্যান্ড অফিসিয়েটিং কমিটির চেয়ারকে অনুরোধ করেছি একটি জরুরি বৈঠক ডাকার জন্য। যাতে সাম্প্রতিক টেস্ট সিরিজ, বিশেষ করে শেষ ম্যাচটি বিশ্লেষণ করা যায়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন