
চাঁদাবাজ ধরলেই ‘ডিটেনশন অর্ডার’, ৭ দিনেই তদন্ত
ছাত্র-জনতার রক্ত-স্রোতে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও গত দশ মাসে বাংলাদেশে সহিংসতা ও চাঁদাবাজির কারণে জনজীবন অস্থির হয়ে উঠেছে। রাজনৈতিক কোন্দল, ক্ষমতা দখলের লড়াই এবং সংঘর্ষে একের পর এক প্রাণহানিও ঘটছে। এতে আলোচনা—সমালোচনার পাশাপাশি বিব্রতকর অবস্থায় পড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ অবস্থা থেকে উত্তোরণের জন্য চাঁদাবাজির লাগাম টানতে শুরু হয়েছে ‘সাঁড়াশি অভিযান’। গতকাল মঙ্গলবার রাত থেকে এই অভিযান শুরু হয়। এর আগে পুলিশ সদর দপ্তরের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। খবর পুলিশ সদর দপ্তরের একাধিক নির্ভরযোগ্য সূত্রের।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, হাতেনাতে কোনো চাঁদাবাজ ধরা পড়লেই তাকে ডিটেনশন অর্ডার (আটকাদেশ) দেওয়া হবে। হাটে-মাঠে-ঘাটে, বাস, ট্রাক, টেম্পু স্ট্যান্ড, রেল-নৌ-বাস টার্মিনাল, ফুটপাতসহ যেখানেই চাঁদাবাজির ঘটনা ঘটবে সেখানেই সাঁড়াশি অভিযান চালাবে পুলিশ-র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী। জড়িতদের সংশ্লিষ্ট আইনে মামলা দেবে। মামলার তদন্ত শেষ করতে হবে এক সপ্তাহের মধ্যেই। এরপর এক মাসের মধ্যেই মামলার রায় দেওয়ার ব্যবস্থা করা হবে।