
নতুন প্রযুক্তি, বদলে যাচ্ছে কাজের ধরন
আজকের বিশ্বে প্রযুক্তি কেবল বিলাসিতা নয়; বরং নিত্যদিনের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোন, ইন্টারনেট কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা ছাড়াও বিশ্বের নানা প্রান্তে এমন কিছু প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, যা অদ্ভুত ও চমকপ্রদ। এই উদ্ভাবনগুলো মানুষের জীবনকে আরও সহজ ও নিরাপদ করে তুলছে। এমনই কিছু ব্যতিক্রমী প্রযুক্তির খোঁজ রইল এখানে।
স্মার্ট স্ট্রিট লাইট
স্মার্ট স্ট্রিট লাইট এখন শহরের নিরাপত্তাকর্মী হিসেবেও কাজ করছে। সেন্সর লাগানো এসব লাইট চলমান গাড়ি, পথচারী কিংবা বাইসাইকেল শনাক্ত করতে পারে এবং সে অনুযায়ী আলো জ্বলে বা নিভে যায়। কিছু লাইট আবার বাতাসের গুণমান, শব্দদূষণ
ও তাপমাত্রাও মাপতে পারে। এই প্রযুক্তির সুবিধা বিদ্যুৎ সাশ্রয়, জননিরাপত্তা বৃদ্ধি, পরিবেশের তথ্য সংগ্রহ। দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও ভারতের বেশ কিছু শহরে স্মার্ট স্ট্রিট লাইট প্রযুক্তি সফলভাবে ব্যবহৃত হচ্ছে।
থ্রিডি প্রিন্টেড বাড়ি
একসময় ভাবা যেত, বাড়ি বানাতে মাসের পর মাস লাগবেই। কিন্তু সেই ধারণা বদলে দিয়েছে প্রযুক্তি। থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি দিয়ে এখন পুরো বাড়ি বানানো যাচ্ছে মাত্র কয়েক দিনেই। বিশেষ ধরনের কংক্রিট দিয়ে বাড়ির কাঠামো ধাপে ধাপে তোলা হয়। এই ধরনের বাড়ি এখন ব্যবহার করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের বিভিন্ন স্থানে।
স্মার্ট টয়লেট
চীনের কিছু শহরে এমন টয়লেট বসানো হয়েছে, যা ব্যবহারকারীর মূত্র থেকে স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করা যায়। ডায়াবেটিস, প্রস্রাবে সংক্রমণ
বা পানিশূন্যতার লক্ষণ শনাক্ত করতে পারে এই টয়লেট। এটি হ্যান্ড ফ্রি, স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হয় এবং পানিও সাশ্রয় করে। চীন ছাড়াও জাপান ও দক্ষিণ কোরিয়ায় এর ব্যবহার শুরু হয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- প্রযুক্তি পণ্য