কঠোর পরিশ্রম সালমানের, ছেড়েছেন ফাস্ট ফুড থেকে মদ্যপান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮

সৈনিকের পোশাক গায়ে, কাঁটাতার জড়ানো হাতিয়ার ঝুলছে কাঁধে, কপাল ফেটে রক্তও বের হচ্ছে। কয়েক দিন আগে এমন লুকে চমকে দিয়েছিলেন বলিউডি অভিনেতা সালমান খান।


এই লুক সালমানের নতুন সিনেমার। ‘ব্যাটল অব গালওয়ান’ নামের সেই সিনেমায় তিনি সৈনিকের ভূমিকায় পর্দায় আসবেন। চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে নিজেকে কিছুটা বদলে ফেলছেন সালমান। চলছে কড়া প্রস্তুতি।


‘ব্যাটল অব গালওয়ান’ তৈরি হচ্ছে ২০২০ সালের গালওয়ান ভ্যালির ভারত-চীন সংঘাতের প্রেক্ষাপটে।


অপূর্ব লাখিয়া পরিচালিত ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমায় সালমান অভিনয় করবেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে।


ভারতের এই সংবাদমাধ্যম লিখেছেন একেবারে আদাজল খেয়ে নেমেছেন সালমান। শরীর ফিট রাখতে নিয়ম করে ছুটছেন ব্যায়ামাগারে। সুরাপান ছেড়ে দিয়েছেন। বাদ দিয়েছেন ফাস্ট ফুড, সফট ড্রিংকসও। খাচ্ছেন হালকা খাবার।


চলতি মাসেই সালমানের নতুন সিনেমার শুটিংও শুরু হচ্ছে, যা ধাপে ধাপে চলবে নভেম্বর পর্যন্ত। লাদাখের রুক্ষ পার্বত্য অঞ্চলে লম্বা সময় ধরে শুটিং করতে হবে, তাই অতিরিক্ত ফিটনেস প্রয়োজন সালমানের।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও