You have reached your daily news limit

Please log in to continue


গাড়ি থেকে চুরি গেল বিয়ন্সের আসন্ন অ্যালবাম

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী বিয়ন্সের গুরুত্বপূর্ণ কিছু তথ্য চুরি হয়েছে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে। তাঁর কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পীর ভাড়া করা গাড়ি থেকে অপ্রকাশিত গানের অ্যালবাম, শো’র পরিকল্পনা এবং সেটলিস্টসহ অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার মাত্র দুদিন পরই শহরটিতে শুরু হয় বিয়ন্সের চার রাতব্যাপী ‘Cowboy Carter’ ট্যুর।

পুলিশ জানিয়েছে, চুরির ঘটনাটি ঘটে গত ৮ জুলাই। বিয়ন্সের কোরিওগ্রাফার ক্রিস্টোফার গ্রান্ট এবং নৃত্যশিল্পী দিয়ান্দ্রে ব্লু সেদিন একটি কালো রঙের জিপ ওয়াগোনিয়ার ভাড়া করে আটলান্টার একটি ফুড হলের কাছে গাড়িটি পার্ক করেন। তাঁরা কিছু সময়ের জন্য ভেতরে যান। ফিরে এসে দেখতে পান, গাড়ির পেছনের জানালার কাচ ভাঙা এবং ভেতর থেকে দুটি স্যুটকেস চুরি গেছে।

স্যুটকেস দুটিতে ছিল—পাঁচটি জাম্প ড্রাইভ, যাতে বিয়ন্সের ওয়াটারমার্কযুক্ত অপ্রকাশিত গানের অ্যালবাম, শো’র পরিকল্পনার ভিডিও ফুটেজ, পুরোনো ও ভবিষ্যৎ শো’র সেট লিস্ট সংরক্ষিত ছিল। এ ছাড়া আরও চুরি গেছে একটি ল্যাপটপ, ডিজাইনার ব্র্যান্ডের পোশাক এবং অ্যাপল এয়ারপডস।

পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা প্রযুক্তিপণ্যের ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে চুরি হওয়া জিনিসগুলোর সম্ভাব্য অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে তদন্তকারী দল গাড়িটি ঘিরে অনুসন্ধান চালায় এবং গাড়ির গায়ে দুটি হালকা আঙুলের ছাপও সংগ্রহ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন