
ঐকমত্যের বৈঠক: নারী আসন আর উচ্চকক্ষের মীমাংসা হয়নি
জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের পদ্ধতি নিয়ে দীর্ঘ আলোচনার পরও রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি।
সোমবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ কথা জানান।
তিনি বলেন, “সংসদে নারী প্রতিনিধিত্ব এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, এ দুটি বিষয় আগেও একাধিকবার আলোচনা হয়েছে। কিছু প্রাথমিক সমর্থন মিললেও পদ্ধতিগত মতানৈক্যের কারণে ঐকমত্য গড়ে ওঠেনি।”
কমিশনের প্রস্তাব তুলে ধরে আলী রীয়াজ বলেন, সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির বিষয়ে কমিশনের প্রাথমিক প্রস্তাবে বলা হয়েছিল, বর্তমানে সংবিধানের ৬৫ অনুচ্ছেদে থাকা ৫০টি সংরক্ষিত নারী আসন বাড়িয়ে ১০০ করা যেতে পারে।
এই প্রস্তাব অনেক রাজনৈতিক দলের সমর্থন পেলেও প্রার্থী মনোনয়নের পদ্ধতি নিয়ে মতবিরোধ রয়েছে বলে জানান তিনি।