You have reached your daily news limit

Please log in to continue


নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে লাল চাঁদ হত্যাকে অজুহাত বানানো হচ্ছে: মির্জা ফখরুল

ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনাকে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার ‘অজুহাত’ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহ করার যথেষ্ট অবকাশ রয়েছে।’

আজ সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। বিএনপির মহাসচিব জানান, এই ঘটনা অনুসন্ধান করতে বিএনপির পক্ষ থেকে একটি কমিটি করা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, ‘লাল চাঁদ হত্যাকে ঘিরে পরিকল্পিতভাবে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা চলছে। কোনো একটি মহলের প্ররোচনায় এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বিএনপি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন