৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে কী করতে যাচ্ছে এনসিপি

প্রথম আলো প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ১৫:২৫

জুলাই গণ-অভ্যুত্থানকালে গত বছরের ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিপুলসংখ্যক মানুষের সমাবেশে সরকার পতন ও ফ্যাসিবাদ বিলোপের এক দফা দাবি ঘোষণা করা হয়েছিল। সে দিনটির বর্ষপূর্তি হতে যাচ্ছে আগামী মাসে। ঐতিহাসিক এ দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে বড় জমায়েত করার চিন্তা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি এখন জেলায় জেলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ করছে। এনসিপিতে থাকা গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতারা সারা দেশ চষে বেড়াচ্ছেন। পদযাত্রা কর্মসূচির পথসভা ও সমাবেশগুলোতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হচ্ছে। এ পদযাত্রা চলবে ৩০ জুলাই পর্যন্ত। এরপর ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হবে।


কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি যে সমাবেশ করার কথা বলছে, সেখানে ঠিক কী হবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল রয়েছে। কারণ, পদযাত্রা শুরুর আগে গত ২৯ জুন ঢাকার বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছিলেন, ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার পক্ষ থেকে তাঁরা জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করবেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও