১৩ বছর পরও ভালোবাসা পাবেন ভাবেননি জেনেলিয়া

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ১১:০৭

বলিউডে ফিরলেন অভিনেত্রী জেনেলিয়া ডি সুজা; আর ফিরেই বাজিমাৎ! অনেক বছর আগে সেই ‘জানে তু ইয়া জানে না’ থেকে পরিচিতি পান, ভালোবাসায় সিক্ত হন দর্শকের। কিন্তু অজানা কারণে পরবর্তীতে কাজ কমিয়ে দেন এই অভিনেত্রী।


এরপর দীর্ঘদিন সিনেপর্দা থেকে দূরে ছিলেন জেনেলিয়া। অবশেষে ১৩ বছর পর তার প্রত্যাবর্তন হলো হিন্দি ছবিতে। সদ্যই মুক্তি পেয়েছে আমির খান অভিনীত ‘সিতারে জামিন পার’, আর সেখানে দর্শকের মনে দাগ কেটেছে জেনেলিয়ার অভিনয়। 


বলা বাহুল্য, জেনেলিয়ার এই ফেরা যেন অভিনেত্রীর কাছে এক নতুন শুরু। ১৩ বছর পরও এত ভালোবাসা পাবেন, যেন কল্পনাও করেননি। জেনেলিয়ার কথায়, ‘গত দশ বছরে খুব বেশি কাজ করিনি। মাঝে মাঝে বন্ধুদের জন্য কোনো গানে বা ওটিটির দু-তিনটি ছবিতে কাজ করেছি। ভাবতাম, মানুষ হয়তো আমাকে ভুলেই গেছে। তাই এখন যখন শুনি, দর্শক আমায় আরও দেখতে চান— এটাই যেন সবচেয়ে বড় প্রশংসা হয়ে দাঁড়ায়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও