উইম্বলডনের নতুন রাজা সিনার

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ১১:০১

টানা তিন বার উইম্বলডন জয়ের সুযোগ ছিল কার্লোস আলকারাজের সামনে। তবে শেষ ধাপে গিয়ে খেই হারালেন স্পেনের খেলোয়াড়। আলকারাজকে হারিয়ে উইম্বলডন জিতে নিলেন ইয়ানিক সিনার। সেই সঙ্গে ফরাসি ওপেনের ঐতিহাসিক ফাইনালেল হারের বদলাও নিলেন। 


গত দু’বারের চ্যাম্পিয়ন আলকারাজকে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ ব্যবধানে উড়িয়ে দিলেন সিনার। এই প্রথমবার উইম্বলডন জিতলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। এ ছাড়া প্রথমবার উইম্বলডন জিতলেন কোনো ইতালিয়ানও।


কথায় বলে শুরুটা দেখে দিন কেমন যাবে বোঝা যায়। সেন্টার কোর্টে সিনার যেভাবে শুরু করেছিলেন, তাতে তার ক্ষেত্রে কথাটা সত্যি নয়। প্রথম গেম পয়েন্টটা ঢুকেছিল আলকারাজের ঝুলিতে। সেখানে থেকে টানা তিনটি গেম জিতে কামব্যাক শুরু করেছিলেন সিনার। কিন্তু তারপর যেন আচমকাই খেই হারান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও