পুতিন সকালে ভালো কথা বলে রাতে সবার ওপর বোমা মারেন: ট্রাম্প

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ০৯:৪৬

চলতি বছরের জানুয়ারি থেকে মার্কিন প্রেসিডেন্ট রাশিয়া-ইউক্রেন সংকট নিরসনের চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু কোনো ফল মিলছে না। তাই সম্প্রতি তিনি ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘সকালে খুব সুন্দর করে কথা বলেন, আর সন্ধ্যায় সবার ওপর বোমা ফেলেন।’


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনায় রাজি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প এমন ইঙ্গিত দেন।


স্থানীয় সময় গতকাল রোববার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের যৌথ ঘাঁটি অ্যান্ড্রুজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা ওদের প্যাট্রিয়ট পাঠাব, যেটা ওদের খুব দরকার।’ তিনি বলেন, ‘পুতিন অনেক মানুষকে চমকে দিয়েছে। তিনি সকালে ভালো ভালো কথা বলেন, কিন্তু সন্ধ্যায় সবাইকে বোমা মারেন। এদিকে একটা সমস্যা আছে, আমি এটা পছন্দ করছি না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও