
ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, গরম কমবে কি?
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ০৯:৩৯
সকাল থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ঢাকায়। এমন হালকা বৃষ্টি আজ সারাদিনই অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হতে পারে হালকা বৃষ্টি। এ ছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে, দিনের তাপমাত্রায় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার বাতাসে আর্দ্রতা পরিমাপ করা হয়েছে ৯২ শতাংশ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আবহাওয়া অধিদফতর
- আবহাওয়া