You have reached your daily news limit

Please log in to continue


ছন্দে ফিরলেন লিটন, সিরিজে ফিরল বাংলাদেশ

১৭৭ করেও চিন্তামুক্ত হওয়ার উপায় ছিল না। পাতুম নিশাঙ্কা আর কুশল মেন্ডিসের ব্যাটে ঝড় উঠলে তো শ্রীলঙ্কার জন্য এই রানও কিছু নয়! তার ওপর রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট পাল্লেকেলের মতোই ব্যাটিং–বান্ধব। জেতা–হারা তখনো তাই নির্ভর করছিল ভালো বোলিং–ফিল্ডিংয়ের ওপর।

গ্রাউন্ড ফিল্ডিংয়ে কিছু ভুল ছিল, ক্যাচও পড়েছে একটা। বোলাররা তবু হাল ছাড়েননি। পাওয়ারপ্লেতেই ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার ব্যাটিংটাও ঢুকে গিয়েছিল খোলসের মধ্যে। সেখান থেকে আর ম্যাচ জেতার মতো অবস্থায় আসতে পারল না স্বাগতিকেরা। সিরিজজুড়েই দুর্দান্ত ব্যাটিং করা ওপেনার পাতুম নিশাঙ্কার করা সর্বোচ্চ ৩২ রান ২৯ বলে। আরেক মারদাঙ্গা ওপেনার কুশল মেন্ডিস তো দুই বাউন্ডারিতে ৮ রান করে প্রথম ওভারেই রান আউট। ১৫.২ ওভারে ৯৪ রানে অলআউট শ্রীলঙ্কাকে আসলে পথ দেখাতে পারেননি কেউই। বাংলাদেশের সব বোলারের মধ্যেই ভাগ করে দিতে হবে কৃতিত্বটা। তার মধ্যেও আলাদা করে বলতে হবে বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেনের কথা। রিশাদের উইকেট ১৮ রানে ৩টি, শরীফুল পেয়েছেন ১২ রানে ২ উইকেট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন