
সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ১৪:০৭
টেস্ট এবং ওয়ানডে সিরিজে হারের পর টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কার বিপক্ষে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সিরিজের প্রথম ম্যাচে তারা ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল। দুই দল আজ (রোববার) দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে। সিরিজ হার এড়াতে ম্যাচটিতে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ব্যর্থ লিটন দাস আগের ম্যাচেও (১১ বলে ৬ রান) হতাশা উপহার দিয়েছেন। অথচ তার কাঁধেই এখন টি-টোয়েন্টির অধিনায়কত্ব। এর আগে প্রথম ওয়ানডেতে রান না পাওয়ায় শেষ দুই ম্যাচের একাদশে জায়গা হারান লিটন। তবুও তার ওপর আস্থা রাখছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।
- ট্যাগ:
- খেলা
- ওয়ানডে সিরিজ