কেউ মনে রাখেনি জিয়া সাংস্কৃতিক সংসদের সভাপতি দিলদারকে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ১৩:৪৯

অভিনয়ে তিনি ছিলেন অনন্য এক প্রতিভা। বিশেষ করে কৌতুকে তার জুড়ি ছিল না। সিনেমায় দিলদারের উপস্থিতি মানেই দারুণ কিছু। তিনি হাসলে দর্শক হাসতেন। দর্শক সবচেয়ে বেশি কাঁদতেনও তখন, যখন দিলদার পর্দায় কষ্ট পেতেন। দুর্দান্ত এই অভিনেতার প্রয়াণের ২২ বছর আজ।


সময়ের স্রোতে ভেসে অনেক বছর কেটে গেছে তিনি নেই, তবে দিলদার দর্শকের কাছে আজও রঙিন আর প্রাণবন্ত। তবে তার কাজের জায়গায় তিনি যেন ম্লান অনেকটাই। এফডিসি কিংবা সিনেমা সংশ্লিষ্ট কোথাও নেই তিনি। তাকে ঘিরে নেই কোনো আয়োজনও।


জীবদ্দশায় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে ছিলেন দিলদার। দলটির সাংস্কৃতিক সংগঠন জিয়া সাংস্কৃতিক সংসদের (জিসাস) সভাপতি ছিলেন তিনি। সময় এখন বিএনপির। জিসাসও বেশ উজ্জীবীত। তবে সেখানেও দিলদারকে নিয়ে কোনো আয়োজনের খবর পাওয়া যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও