
গাজায় নিহত শিশুদের স্মরণে তেল আবিবে কয়েকশ মানুষের আলোর মিছিল
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ১৩:১৪
ফিলিস্তিনের ছিটমহল গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনি শিশুদের স্মরণে ইসরায়েলের তেল আবিব শহরে প্রতিবাদী আলোর মিছিল করেছে কয়েকশ বামপন্থি আন্দোলনকারী।
নগরীটির কাপলান স্ট্রিটে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদরদপ্তরের দক্ষিণপাশ সংলগ্ন রাস্তা দিয়ে মৌন মিছিল নিয়ে এগিয়ে যায় প্রায় ৪০০ প্রতিবাদকারী, জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
চলতি বছরের প্রথমদিকে প্রায় দুই মাস গাজায় অস্ত্রবিরতি চলার পর ১৮ মার্চ থেকে ফের হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তারপর থেকে গাজায় নিহত শিশুদের ছবি ও মোমবাতি হাতে মিছিল করেছেন এ প্রতিবাদকারীরা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ফিলিস্তিনি
- ফিলিস্তিনি নিহত