
এআই মডেলগুলো নিজেই জানে না কী উত্তর দিচ্ছে: গবেষণা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ১৩:০৬
এমআইটি, হার্ভার্ড ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর ব্যর্থতার নতুন ধরন শনাক্ত করেছেন। তারা এর নাম দিয়েছেন ‘পটেমকিন আন্ডারস্ট্যান্ডিং’।
এই ব্যর্থতার ধরনটি এমন পরিস্থিতিকে বোঝায় যেখানে মডেলগুলো জটিল বা ধারণাগত পরীক্ষায় চমৎকার ফলাফল করে তবে বাস্তব জীবনে সে ধারণাগুলো ব্যবহার করতে পারে না।
পটেমকিন শব্দটি এসেছে ‘পটেমকিন গ্রাম’ নামের একটি ঐতিহাসিক ঘটনা থেকে, যেখানে রুশ সামরিক নেতা গ্রিগরি পটেমকিন রানী দ্বিতীয় ক্যাথরিনকে খুশি করার জন্য এক ভুয়া গ্রাম তৈরি করেছিলেন।