
যুক্তরাষ্ট্র থেকে যেভাবে দেশের গানে জড়িয়েছেন পারভেজ, স্বপ্ন দেখেন গ্র্যামির
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১২ জুলাই ২০২৫, ১৫:২৬
যুক্তরাষ্ট্র থেকে দেশের সিনেমার গানে যুক্ত হওয়া এক তরুণ সংগীত পরিচালক নাভেদ পারভেজ৷ যিনি এবারের ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ ও ‘ইনসাফ’ সিনেমার টাইটেল ট্র্যাক ও আইটেম গানের সংগীত পরিচালনা করে এসেছেন আলোচনায়।
তবে নিজেকে আলোচনায় নিয়ে আসা পারভেজের জন্য সহজ ছিল না। পেশায় সফটওয়্যার প্রকৌশলী হলেও পারভেজের স্বপ্ন গান নিয়ে এগিয়ে চলার।
তবে স্বপ্নের সিড়িতে পৌঁছাতে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ, যার অনেকটাই ছিল প্রত্যাখ্যান আর সংগ্রামে ভরা। অনেক চ্যালেঞ্জ উতরে নিজেকে একটি ‘অবস্থানে আনা’ সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন পারভেজ।